Begin typing your search above and press return to search.

বরাগাঁওয়ে বিজ্ঞানসম্মত উপায়ে আবর্জনার স্তূপ নষ্ট করতে রাজ্য সরকারকে বলল এনজিটি

বরাগাঁওয়ে বিজ্ঞানসম্মত উপায়ে আবর্জনার স্তূপ নষ্ট করতে রাজ্য সরকারকে বলল এনজিটি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 March 2019 10:58 AM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির শহরতলি এলাকা দীপর বিলের কাছে বরাগাঁওয়ে বর্তমানে পুরো শহরের আবর্জনা ফেলা হচ্ছে। স্ট্যান্ডার্ড গারবেজ ডিসপোসেল নর্মস না মেনে ওই এলাকায় যেখানে সেখানে আবর্জনার স্তূপ জমানো হচ্ছে। ফলে ওই এলাকায় আবর্জনা ফেলা এখন প্ৰায় বন্ধ হবার মুখে। দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ড(পিসিবিএ),অসম সহ বিধিবদ্ধ সংস্থাগুলিকে বরাগাঁওয়ে ফেলা আবর্জনা বিজ্ঞানসম্মত উপায়ে নষ্ট করে ফেলার অনুমতি দেওয়া হয়েছিল। বর্তমানে বরাগাঁওয়ে জমা করা আবর্জনার স্তূপ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এরফলে ওই আগুনের ধোঁয়া এবং দুর্গন্ধ বাতাসে বিষ ছড়াচ্ছে যা আশপাশ এলাকার মানুষের স্বাস্থ্যের ক্ষেত্ৰে খুবই বিপজ্জনক।

‘শহরের সমস্ত আবর্জনা কুড়িয়ে এনে বরাগাঁওয়ে জমা করা হচ্ছে এবং পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এরফলে এই এলাকার বাসিন্দাদের জীবনে হুমকির সৃষ্টি হচ্ছে। এলাকার জৈব বৈচিত্ৰ্যও পড়েছে হুমকির মুখে’-বলেছে সূত্ৰটি।

সূত্ৰটি আরও বলেছে,সোলিড ওয়েস্ট ডিসপোজেল হচ্ছে একটা জটিল প্ৰক্ৰিয়া। এতে স্ট্ৰিটমেন্ট প্ল্যান্ট ও ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট সহ বেশকটি প্ৰকল্প থাকা চাই। ২০১৬ সালে সোলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলসে একথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু বরাগাঁওয়ে এধরনের কোনও প্ৰকল্প আজ অবধি গড়ে ওঠেনি-বলেন জনৈক কর্মকর্তা। এটা খুবই আশ্চর্যের বিষয় যে অসমে বিজ্ঞান সম্মত উপায়ে আবর্জনা নষ্ট করে ফেলার কোনও পদ্ধতি আজ অবধি বাস্তবায়িত হয়নি। রাজ্যে একলক্ষের বেশি জনবসতি থাকা বেশকটি শহর রয়েছে। এগুলো হচ্ছে তেজপুর,ডিব্ৰুগড়,শিলচর ও যোরহাট। কিন্তু এই শহরগুলির একটিতেও বিজ্ঞানসম্মত উপায়ে আবর্জনা নষ্ট করে ফেলার কোনও ব্যবস্থা আজ অবধি গড়ে তোলা হয়নি। ন্যাশনাল গ্ৰিন ট্ৰাইবুনাল(এনজিটি)সায়েন্টিফিক সোলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নর্মস মেনে চলার জন্য রাজ্য সরকারকে সময়ে সময়ে বলে আসার পরও বরাগাঁওয়ে অবৈজ্ঞানিকভাবে আবর্জনা ফেলা হচ্ছে এবং তা থেকে আশপাশ এলাকায় দূষণ ছড়াচ্ছে। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর রাজ্য সরকারের তরফ থেকে এনজিটিকে দাখিল করা এক হলফনামায় বলা হয়েছিল যে,দুমাসের মধ্যেই আবর্জনা ফেলার জন্য একটা উপযুক্ত স্থান খুঁজে বের করা হবে। কিন্তু আজ অবধি সরকারকে এব্যাপারে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।

চলতি বছরের ২৬ ফেব্ৰুয়ারি এনজিটি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার যদি শহরের আবর্জনা নিষ্কাশনের জন্য কোনও বিকল্প স্থান ঠিক না করে তাহলে বরাগাঁওয়ে আবর্জনা ফেলার প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হবে এবং সেইসঙ্গে চাপানো হবে জরিমানাও। এনজিটি আরও বলেছে,আবর্জনা নিষ্কাশন সংক্ৰান্ত কমিটির বৈঠক আগামি একমাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং এই সময়ের মধ্যে আবর্জনা ফেলার জন্য বিকল্প স্থান চূড়ান্ত করতে হবে। এব্যাপারে আগামি ২৯ এপ্ৰিলের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দাখিল করতেও বলা হয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম