নয়াদিল্লিঃ ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ‘স্ট্যাচু অফ ইউনিটি’(সম্প্ৰীতির মূর্তি)রাষ্ট্ৰের উদ্দেশে উৎসর্গ করা হবে। গুজরাটের মুখ্যমন্ত্ৰী বিজয় রূপানি একথা জানান। তিনি বলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আগামি ৩১ অক্টোবর বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে মূর্তিটি উন্মোচন করবেন।
বল্লভভাই প্যাটেলের ‘স্ট্যাচু অফ ইউনিটি’ ৩১ অক্টোবর উন্মোচন করা হবেঃ রূপানি

Next Story