Begin typing your search above and press return to search.

বস্ত্ৰনগরী শুয়ালকুচিতে সিল্ক সুতোর ব্যাংক উদ্বোধন করলেন সোনোয়াল

বস্ত্ৰনগরী শুয়ালকুচিতে সিল্ক সুতোর ব্যাংক উদ্বোধন করলেন সোনোয়াল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  15 Sep 2018 11:31 AM GMT

গুয়াহাটিঃ ‘‘শুয়ালকুচির প্ৰসঙ্গ উঠতেই মহাত্মা গান্ধীর একটা কথা আমাদের স্মরণে আসে,যিনি একসময়ে বলেছিলেন অসমের তাঁতিরা তাদের তাঁতশালে স্বপ্ন বুনেন। এই সব তাঁতিরাই আমাদের দক্ষতার প্ৰতীক”। রাজ্যের অর্থনৈতিক বিকাশে গ্ৰামাঞ্চলের অর্থনীতিকে জোরদার করতেই হবে। কামরূপ জেলার শুয়ালকুচিতে শুক্ৰবার সিল্ক সুতোর ব্যাংক এবং মাল্টি ডিসিপ্লিনারি স্পোর্টস কমপ্লেক্সের শিলান্যাস করে কথাগুলি বলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল

মুখ্যমন্ত্ৰী বলেন,মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্ৰ দেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের স্কিম হাতে নিয়েছে। প্ৰধানমন্ত্ৰীর স্বচ্ছ ভারত অভিযান বিদেশি রাষ্ট্ৰগুলির সঙ্গে তাল মিলিয়ে চলারই একটা পদক্ষেপ। তবে এটা নিছকই একটা প্ৰকল্প নয়,এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। সোনোয়াল আরও বলেন,প্ৰধানমন্ত্ৰীর জনধন যোজনার ফলে ৩২ কোটি মানুষ ব্যাঙ্কিং সেবার আওতায় এসেছেন।

রাজ্য সরকারও শাসন ব্যবস্থায় পরিচ্ছন্নতা আনতে এবং দুর্নীতি নির্মূল করতে লাগাতার কাজ করে চলেছে। তিনি বলেন,এমন কি নিয়োগ ব্যবস্থায়ও পরিচ্ছন্নতা আনা হয়েছে এবং ৫০ হাজার শিক্ষিত বেকারকে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্ৰী আরও বলেন,শুয়ালকুচিকে গুয়াহাটি মহানগরীর আওতায় আনা হবে। শুয়ালকুচির জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুলত্ৰুটিগুলো ধরিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী।

Next Story
সংবাদ শিরোনাম