Begin typing your search above and press return to search.

বাংলাদেশের তিনটি প্ৰকল্প উদ্বোধন করলেন মোদি-হাসিনা

বাংলাদেশের তিনটি প্ৰকল্প উদ্বোধন করলেন মোদি-হাসিনা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 Sep 2018 11:07 AM GMT

নয়াদিল্লিঃ ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,বাংলাদেশের প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি ও ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব সোমবার বাংলাদেশের তিনটি প্ৰকল্প যৌথভাবে উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সিঙের মাধ্যমে প্ৰকল্পগুলি উদ্বোধন করা হয়। বিদেশ মন্ত্ৰী সুষমা স্বরাজ ও প্ৰতিপক্ষ বাংলাদেশের বিদেশমন্ত্ৰী যথাক্ৰমে দিল্লি ও ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন।

তিনটি প্ৰকল্পের মধ্যে রয়েছে ভারত থেকে বাংলাদেশে অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ। পশ্চিমবঙ্গের বরহমপুর থেকে বর্তমানে বাংলাদেশের ভেরামারায় থাকা বিদ্যুৎ কেন্দ্ৰের মাধ্যমে এই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। অন্য প্ৰকল্পটি হছে আখাউড়া-আগরতলা রেল সংযোগ এবং বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশনের পুনর্বাসন। প্ৰধানমন্ত্ৰী মোদি বলেন,বাংলাদেশ প্ৰধানমন্ত্ৰীর সঙ্গে ঘনঘন যোগাযোগের ফলেই এই প্ৰকল্পগুলি রূপায়ণ করা সম্ভব হয়েছে। কাঠমাণ্ডুতে বিম স্টেক বৈঠক,পশ্চিমবঙ্গের শান্তি নিকেতন এবং লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথাও মোদি এদিন স্মরণ করেন।

Next Story
সংবাদ শিরোনাম