নগাঁওয়ের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তথা সাংস্কৃতিক সংগঠক অমিত দত্তকে কয়েকদিন পূর্বে কলকাতায় ‘কৃষ্টিনন্দন’ সম্মান প্ৰদান করা হয়। বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহম্মদ আবুল হুসেন অমিতবাবুকে সংবর্ধনা জানান। সেখানে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মান জানানো হয়।
উল্লেখ্য,নগাঁওয়ের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ প্ৰয়াত অজিৎ দত্তের জ্যেষ্ঠ পুত্ৰ অমিত দত্তকে এহেন সম্মান দেওয়ায় নগাঁওবাসী গৌরবান্বিত। এদিকে,অমিত দত্ত দীর্ঘদিন ধরে নগাঁওয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত হয় আছেন।