গুয়াহাটিঃ তিনসুকিয়া জেলার ধলায় পাঁচ ব্যক্তির বর্বরোচিত হত্যাকাণ্ডের প্ৰতিবাদে অসম বাঙালি যুব ছাত্ৰ ফেডারেশন(এএবিওয়াইএসএফ)-এর ডাকা ২৪ ঘণ্টা অসম বনধের প্ৰতি আজ তিনসুকিয়ার বাঙালি অধ্যুষিত স্থানগুলিতে ব্যাপক সমর্থন পরিলক্ষিত হয়। অন্যদিকে রাজ্যের অন্যান্য অঞ্চলে বনধে মিশ্ৰ প্ৰতিক্ৰিয়া দেখা গেছে। মহানগরী গুয়াহাটিতে বনধের তেমন প্ৰভাব পড়েনি এবং শহরে মোটামুটি স্বাভাবিকভাবেই কাজকর্ম চলেছে।
বাঙালি অধ্যুষিত কিছু এলাকায় বনধ সমর্থকরা পরিস্থিতি তাতিতে তোলার চেষ্টা করে। কোথাও কোথাও বনধ সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে দেখা গেছে। যোগিঘোপায় মানুষ বনধ পালন করেননি এবং বিভিন্ন সাপ্তাহিক বাজারে বেচাকেনা চলেছে।
হোজাইয়ে বনধের সবচেয়ে বেশি প্ৰভাব পড়ে। আজ হোজাইয়ের সব ব্যবসা প্ৰতিষ্ঠানের ঝাঁপ বন্ধ থাকে। পথে কোনও যান বাহন নামেনি। ধলায় নরসংহারের বিরুদ্ধে এই শহরে বনধ সমর্থকরা টায়ার জ্বালিয়ে প্ৰতিবাদ জানান। হোজাই পুলিশ ৩০ জন বনধ সমর্থককে আটক করেছে,পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে।
অনুরূপভাবে দলগাঁওয়ের প্ৰায় ১৭ জন প্ৰতিবাদকারীকে পুলিশ আটক করে। ওদিকে রেলশহর লামডিঙে বনধ সমর্থকরা রেল অবরোধ কর্মসূচিও হাতে নেয়। বিলাসীপাড়া,চিরাং,বিজনি ও লংকায় বনধে মিশ্ৰ প্ৰতিক্ৰিয়া দেখা গেছে। সামগুড়ি,নগাঁওয়ের বনধ সমর্থকরা অপ্ৰীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। সমর্থকদের চিল ছোড়াছুড়িতে শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।