প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বারাণসী কেন্দ্ৰে দুপুর প্ৰায় ১টা পর্যন্ত গণনায় ২,৪১,৪৪৫টি ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্ৰতিদ্বন্দ্বী কংগ্ৰেস প্ৰার্থী অজয় রায় থেকে এগিয়ে রয়েছেন। মোদি এপর্যন্ত পেয়েছেন ৩,০৫,৬৪৪টি ভোট। অজয় রায় এখন পর্যন্ত ভোট পেয়েছেন ৬৪,১৯৯টি।
Begin typing your search above and press return to search.