১৫ বছর আগে ৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি। বিজেপির ইতিহাসে দীর্ঘতম দিন মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকা সেই রমন সিংহ এ বার ক্ষমতা হারানোর পথে। বিজেপির একমাত্রা মুখ্যমন্ত্রী হিসেবে ৫,০০০ দিন মসনদে বসার রেকর্ড রয়েছে তাঁর নামে। তাঁর আগে সেই রেকর্ড ছিল নরেন্দ্র মোদীর।
কিন্তু ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদটি ছেড়ে দিতে হয় মোদীকে। তার পর রমনের রেকর্ড করতে আর কোনো অসুবিধাই ছিল না।ছত্তীসগঢ় নির্বাচনের ফল যত প্রকাশ্যে আসছে তত পরিষ্কার হচ্ছে, ১৫ বছর পর এ বার রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। পিছিয়ে রয়েছেন রমনও। সর্বশেষ পরিস্থিতি বলছে ৯০টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ৫৯টি আসনে। বহু পিছিয়ে বিজেপি রয়েছে ২২টি আসনে।সুতরাং রমন সিংহ যদি নিজের কেন্দ্রে শেষ মুহূর্তে জিতেও যান, মুখ্যমন্ত্রীর আসনে এ বার যে তাঁর বসা হচ্ছে না, সেটা কার্যত নিশ্চিত।