Begin typing your search above and press return to search.
বিদেশি ট্ৰাইব্যুনালের কাজে গাফিলতি,২২০টি মামলার রায় খারিজ করল কোর্ট

রাজ্যে বিদেশি ট্ৰাইব্যুনালের(এফটি)কিছু সদস্যের অনিয়মের তথ্য ফাঁস হয়েছে।৪নং জুরিয়া,৫নং নগাঁও সদর ট্ৰাইব্যুনালের দায়িত্বে থাকাকালে বিচারপতি অরূপ শর্মা সন্দেহভাজন নাগরিকদের স্বদেশী উল্লেখ করে দেওয়া ২২০টি মামলার রায় হাইকোর্ট খারিজ করে দিয়েছে।এফটি-র উদ্দেশ্য যে ব্যর্থ এটা তারই নজির।শর্মা যে মামলাগুলিতে স্বদেশী-বিদেশির রায় দিয়েছে্ন সেগুলির মধ্যে ১৮৮টি জুরিয়ার ও ৩২টি নগাঁও সদরের।রায়ের প্ৰতিলিপিতে স্বাক্ষর করেননি শর্মা।২২০টি মামলার রায়ের যাবতীয় নথি বাজেয়াপ্ত করতে কোর্ট দিশপুরকে নির্দেশ দিয়েছে।
Next Story