গুয়াহাটিঃ ২০১৮-১৯ সালে রাজ্য বিধানসভার কার্যক্ৰমনিকা সম্পর্কে সেরা রিপোর্টিঙের পুরস্কার পেয়েছেন দ্য সেন্টিনেল পত্ৰিকার বরিষ্ঠ সাংবাদিক ভবেন ঘিমিরে। ‘আর মিনিস্টার্স অ্যান্ড এমএলএএস লুজিং ইন্টারেস্ট ইন এসেম্বলি’ এই প্ৰতিবেদনের জন্য ঘিমিরেকে পুরস্কৃত করা হয়। সেন্টিনেল পত্ৰিকার ২০১৯-এর ২২ ফেব্ৰুয়ারির সংস্করণে ঘিমিরের এই প্ৰতিবেদনটি প্ৰকাশিত হয়েছিল।
অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী রবিবার দিশপুরে বিধানসভার ৮২তম প্ৰতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি সাংবাদিক ঘিমিরের হাতে তুলে দেন। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি শংসাপত্ৰ ও একটি চেক। এদিনের অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ছিলেন বিহারের প্ৰাক্তন রাজ্যপাল দেবানন্দ কোঁয়র,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত,সংসদ বিষয়ক মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি,প্ৰাক্তন মন্ত্ৰী থানেশ্বর বোড়ো,প্ৰাক্তন বিধায়ক মৃদুলা শহরিয়া,আসাম লেজিসলিটিভ এসেম্বলির(এএলএ)প্ৰিন্সিপাল সেক্ৰেটারি এএন ডেকা এবং বেশকজন বিধায়ক,প্ৰাক্তন মন্ত্ৰী ও বিধায়ক।