বিধানসভা,লোকসভা নির্বাচন একইসঙ্গে করানোর বিজেপি-র প্ৰস্তাব উড়িয়ে দিল নির্বাচন কমিশন

নয়াদিল্লিঃ বিজেপি-র ‘এক দেশ রক নির্বাচন’ প্ৰস্তাবের প্ৰেক্ষিতে ভারতীয় নির্বাচন কমিশন(ইসি)মঙ্গলবার বিধানসভা ও লোকসভার নির্বাচন একইসঙ্গে করানোর কথা উড়িয়ে দিয়েছে। ইসি যুক্তি দেখিয়েছে বর্তমানের জটিল ও সাংবিধানিক বিধি ব্যবস্থা লোকসভা ও বিধানসভা নির্বাচন একইসঙ্গে করানোর পক্ষে অনুকূল নয়। মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত বলেছেন,রাজ্য বিধানসভাগুলির মেয়াদ শেষ হতে যাওয়ার সময় থেকেই ওই রাজ্য নির্বাচন করানোর জন্য কমিশন তার দায় দায়িত্ব পালন করে যাবে। ‘এক দেশ এক নির্বাচন’ সংক্ৰান্ত ইস্যু সম্পর্কে কমিশন ২০১৫ সালেই তাদের মতামত ও সুপারিশ রেখেছিল। ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্ৰেল। (ভিভিপিএটিএস)-এর ১০০ শতাংশ পর্যাপ্ততার যুক্তিপূর্ণ ব্যবস্থা করা এক্ষেত্ৰে বড় বাধা-রাওয়াত সাংবাদিকদের বলেন।
রাওয়াত আরও বলেন,কিছু বিধানসভার মেয়াদ হ্ৰাস অথবা বৃদ্ধি করতে হলে সংবিধান সংশোধনের প্ৰয়োজন হবে। অন্যান্য বিষয়ের মধ্যে অতিরিক্ত পুলিশ ও নির্বাচনী কর্মীরও প্ৰয়োজন রয়েছে।
‘বিধানসভার মেয়াদ যখন শেষ হতে যাবে কমিশন তখনই ওই রাজ্যে নির্বাচন করার জন্য তার দায়িত্ব পালন করে যাবে’-বলেন রাওয়াত। বিজেপি সভাপতি অমিত শাহ বিধানসভা ও লোকসভার নির্বাচন একইসঙ্গে করানোর যে লিখিত প্ৰস্তাব আইন কমিশনের কাছে রেখেছিলেন তারই জবাব কমিশনের এই মন্তব্য।