এয়ার ইন্ডিয়ার কেবিন ক্ৰু হর্ষা লোবো সোমবার সকালে বোয়িং ৭৭৭ বিমান থেকে পড়ে গুরুতর আহত হন। লোবো যখন বিমানের দরজা খুলছিলেন ওই সময় দুর্ঘটনাটি ঘটে। মুম্বই বিমানবন্দরের অ্যাপ্ৰোন এলাকায় পার্ক করা ছিল বিমানটি। প্ৰায় ৩০ ফুট উপর থেকে পড়ে যাওয়ায় গুরুতর আহত হন লোবো।
বিমানটি সকাল সাতটায় দিল্লির,উদ্দেশে ওড়ার কথা ছিল। যাত্ৰীরা বিমানে ওঠার আগে হর্ষা ওই দরজাটি খুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। মহিলাটিকে অ্যাম্বুল্যান্সে করে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এখবর জানিয়েছেন। দুর্ঘটনার খবর নিশ্চিত করে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্ৰ বলেন,কেবিন ক্ৰুর জ্ঞান ফিরেছে। সকাল ৬-১০ টায় বিমানের দরজা বন্ধ করতে গিয়ে তিনি নিচে পড়ে যান। তাঁর চিকিৎসা চলছে নানাবতী হাসপাতালে। শেষ খবরে জানা গেছে তার ডান পা ভেঙে গেছে।