Begin typing your search above and press return to search.

বিলের বিরুদ্ধে আমরণ অনশনে গোলাঘাটের ৩ যুবক

বিলের বিরুদ্ধে আমরণ অনশনে গোলাঘাটের ৩ যুবক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 May 2018 5:23 PM GMT

গোলাঘাটঃ নাগরিক বিল নিয়ে রাজ্যজুড়ে প্ৰতিবাদ চলাকালে গোলাঘাটের তিন যুবক এই ইস্যুতে ১৯ মে থেকে আমরণ অনশন শুরু করেছেন। যুবক এয়ের নাম পিন্টু গগৈ,দীপাঙ্কর গগৈ ও বিশ্বেশ্বর ফুকন। এঁদের স্বাস্থ্যের অবনতি হয়েছে। দীপাঙ্করকে হাসপাতালে ভর্তি করা গেছে দুর্বল স্বাস্থ্যের জন্য।

Next Story
সংবাদ শিরোনাম