Begin typing your search above and press return to search.

বিল বিরোধিতায় এনডিএ জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি কনরাডের

বিল বিরোধিতায় এনডিএ জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি কনরাডের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 Feb 2019 12:33 PM GMT

নয়াদিল্লিঃ মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমা সোমবার বলেছেন,কেন্দ্ৰীয় সরকার যদি বিতর্কিত নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৯ রাজ্যসভায় উত্থাপন করে তাহলে তাঁর দল এনপিপি ওয়াকআউট করবে এনডিএ জোট থেকে। ‘নাগরিকত্ব সংশোধনী বিল উত্তর পূর্বের মানুষের আবেগ-অনুভূতির সম্পূর্ণ পরিপন্থী। তাই এধরনের কোনও বিল আমরা সমর্থন করবো না। কারণ এজাতীয় বিল উত্তরপূর্বের মানুষের ভাবাবেগ আঘাত স্বরূপ। কেন্দ্ৰীয় সরকার যদি রাজ্যসভায় এই বিল আনে এনডিএ জোট থেকে বেরিয়ে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনও বিকল্প নেই’-নয়াদিল্লিতে একথা বলেন সাংমা।

কনরাড আরও বলেন,বিল বিরোধিতায় সমর্থন কুড়োনোর জন্য তিনি বিভিন্ন বরিষ্ঠ নেতা ও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। আমরা বিভিন্ন মানুষের সঙ্গেও কথা বলেছি এবং তারা আমাদের বিল বিরোধী অবস্থানের প্ৰতি সম্মতি জানিয়েছেন। আমরা দৃঢ়সংকল্প কোনও মূল্যের বিনিময়ে রাজ্যসভায় এই বিল পাস করতে দেওয়া যায় না’-বলেন সাংমা।

রাজ্যসভার কার্যক্ৰমনিকায় নাগরিকত্ব বিলের বিষয়টি সরকার অন্তর্ভুক্ত করেনি। কিন্তু আমরা সরকারকে বিশ্বাস করতে পারছি না। তারা যেকোনও সময় রাজ্যসভায় বিল আনার জন্য মরিয়া হয়ে উঠতে পারে’-বলেন আরও একজন নেতা।

আসন্ন সাধারণ নির্বাচনের প্ৰসঙ্গ উত্থাপন করে এনপিপি সভাপতি সাংমা বলেন,তাঁর দল প্ৰয়োজনে একাই নির্বাচনে লড়বে।

Next Story
সংবাদ শিরোনাম