বিশ্বকাপ ২০১৮: গ্ৰুপ বিশ্লেষণ, গ্ৰুপ-B

পর্তুগাল
বিশ্বকাপে তৃতীয় স্থান পেয়েছিল ১৯৬৬ সালে
কিভাবে যোগ্যতা অর্জন করেছে? বর্তমানের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল ১০টি কোয়ালিফায়িং ম্যাচের মধ্যে ৯টিতে জয় হাসিল করে। প্ৰায় সমান দক্ষ সুইজারল্যান্ড থেকে একটু এগিয়ে আছে দল।
কি আশা করা যায়? ফার্নাল্ডো সান্তোজ এর দল লক্ষ্যণীয় কিছু প্ৰদর্শন করবে বলে আশা করা যায়।
তারকা কে? নিঃসন্দেহে ক্ৰিস্টিয়ানো রোনাল্ডো।
সাফল্য কিভাবে আসতে পারে? গত বছর ফ্ৰান্সে ইউরো পারফরম্যান্সের পর পর্তুগালের সম্ভাবনাকে খাটো করে দেখা যায় না। দল যথেষ্ট সক্ৰিয় ও সম্ভাবনাপূর্ণ।
স্পেন
বিশ্বকাপ জেতে ২০১০-এ
কিভাবে যোগ্যতা অর্জন করেছে? কোয়ালিফাইং ম্যাচে ইতালির বিরুদ্ধে ৩-০ জিতে রাশিয়ায় যাওয়ার পথ সুগম করে নেয়।
কি আশা করা যায়? কারিগরি দক্ষতার দৌলতে ৮ বছর আগে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৮-২০১২ র মধ্যে সেরা দল হিসেবে নিজেকে তুলে ধরেছিল স্পেন।
তারকা খেলোয়াড়? গেরার্ড পিকিউ,সার্গিও রামোস এবং সার্গিও বুসকেটস। তবে সাফল্য নির্ভর করছে অফিসকো,মার্কো আসেনসিও ও সাউল নিগুয়েজের সৃষ্টিশীল খেলার উপর।
সাফল্য কিভাবে আসতে পারে? বিশ্ব খেতাব ফের অর্জনের পুরো যোগ্যতা স্পেনের রয়েছে।
ইরান
গ্ৰুপ পর্যায়ে ইরান ১৯৭৮,১৯৯৮,২০০৬ ও ২০১৪ সালে সেরা খেলছে
কিভাবে যোগ্যতা অর্জন করেছে? পর্তুগিজ কোচ কার্লোস কুয়েরোজ(যিনি এক সময়ে রিয়েল মাদ্ৰিদের কোচ ছিলেন)-এর অধীনে ইরান ১০টি ম্যাচে ১০ গোল করেছে। কোন গোল হজম করতে হয়নি দলকে। এভাবেই বিশ্বকাপে খেলার ছাড়পত্ৰ পায় তারা।
আমরা কি আশা করতে পারে? খুবই নিয়মানুবর্তী ও বুদ্ধিদীপ্ত দল ইরান। তাই দর্শকদের চমক দেখানোর ক্ষমতা রাখে তারা।
তারকা খেলোয়াড় কে? স্টাইকার সর্দার আজমাউন।
মরক্কো
১৯৮৬ তে বিশ্বকাপের ১৬ রাউন্ড পর্যন্ত খেলেছে।
এই দল ২০ বছর পর এই এবার কোয়ালিফাই করল। দলের প্ৰতিরক্ষা বিভাগ খুবই শক্তিশালী। তারকা খেলোয়াড় জুভেনটাস,মেধি বেনাটিয়া। শেষ ১৬ অবধি যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।