গুয়াহাটিঃ রাজ্যের বিশ্বনাথ জেলায় বৃহস্পতিবার গণপ্ৰহারে এক ব্যক্তির মৃত্যু ও তিনজন আহত হন। বর্বরোচিত এই ঘটনার পর পুলিশ এপর্যন্ত ১১ জন অভিযুক্তকে গ্ৰেপ্তার করেছে। উন্মত্ত জনতার একটি দল গরু চোর সন্দেহে ওই চারজনকে বেধড়ক পেটায়। মারের চোটে আহত হয়ে একজন প্ৰাণ হারান। গুরুতর আহত হয় অন্য তিনজন। পুলিশ জানাচ্ছে,ধৃত ১১ জন ব্যক্তি আদিবাসী সম্প্ৰদায়ের। এরা দিপলুঙা চা বাগানে কাজ করে। বৃহস্পতিবার একটি পিক আপ ভ্যানে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় একাংশ গ্ৰামবাসী ও বাগানের শ্ৰমিকরা গরু চোর সন্দেহে গাড়িটি আটকায় এবং তাদের সঙ্গে তর্কযুদ্ধে লিপ্ত হয়। কথা কাটাকাটি চরমে পৌঁছলে তারা গাড়ির আরোহীদের ওপর নির্মমভাবে প্ৰহার শুরু করে। গণপ্ৰহারের শিকার ব্যক্তিরা হলো দেবেন রাজবংশী,ফুলচান্দ সাহু,বিজয় নায়ক এবং পূজেন রাজবংশী। এদের মধ্যে দেবেন রাজবংশীর মৃত্যু হয়েছে। ধৃত ১১ জনের বিরুদ্ধে গণপ্ৰহারের অভিযোগে পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে।
Begin typing your search above and press return to search.