গুয়াহাটিঃ বিশ্ব হাইপারটেনশন দিবস(ডব্লিউএইচডি)উপলক্ষে জিএনআরসি হাসপাতাল জনগণের মধ্যে হাইপারটেনশনের ঝুঁকি কমাতে প্ৰতিরোধমূলক ব্যবস্থা গ্ৰহণের ওপর আলোকপাত করেছে। জিএনআরসির কার্জিওলজি বিভাগের ডিরেক্টর ড.অনুপ কুমার বোড়ো শরীরের ওজন,রক্তচাপ ইত্যাদির ওপর নজর রাখতে নাগরিকদের আহ্বান জানান।
Begin typing your search above and press return to search.