বেলজিয়ামের কাছে ১-২ হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্ৰাজিলের

কাজান এরিনা স্টেডিয়ামে শুক্ৰবার রাতে বিশ্বকাপের অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্ৰাজিল ১-২ গোলে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে এবারের মতো বিদায় নিল। বেলজিয়াম পৌঁছে গেল শেষ চারে। ম্যাচের শুরুতে ব্ৰাজিল গোল করার একটা সু্যোগ পেয়েছিল কিন্তু বারে লেগে তা বেরিয়ে যায়। ১৩ মিনিটের মাথায় বেলজিয়ামের নেওয়া কর্নার কিক ফারনানডিনহোর কাঁধ স্পর্শ করে ব্ৰাজিলের গোলে ঢুকে যায়। আত্মঘাতী এই গোলের জন্য পিছিয়ে পড়ে নেইমার বাহিনী। ম্যাচের ৩১ মিনিটে কে ডি ব্ৰুনিই অসাধারণ গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। এরপর ব্ৰাজিল আক্ৰমণ আরও জোরদার করে তোলে। পিছিয়ে ছিল না বেলজিয়ামও। নেইমার এদিন ভাল খেলেও গোল মুখে গিয়ে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে রেনাটো আগস্টো ব্ৰাজিলের পক্ষে গোল করে ব্যবধান কমান। ফ্যানরা আশা করেছিলেন নেইমার অ্যান্ড কোম্পানি যেকোনও ভাবেই ঘুরে দাঁড়াবে। কিন্তু ইউরোপিয়ান ফুটবল শৈলি ও তাদের অদম্য গতির কাছে ব্ৰাজিলের শিল্প এদিন মার খেয়ে যায়।