ভারতীয় সহ শতাধিক অবৈধ বিদেশি অনুপ্ৰবেশকারীকে মার্কিন সীমান্ত এবং ইমিগ্ৰেশন কর্মকর্তারা আটক করেছে। এই সব অবৈধ অনুপ্ৰবেশকারী মার্কিন মুলুকে বসবাস করতেও শুরু করেছিলেন। ইউএস ইমিগ্ৰেশনের ফেডারেল অফিসার ও কাস্টমস এনফোর্সমেন্ট(আইসিই)এনফর্সমেন্ট অ্যান্ড রিমোভেল অপারেশনসের কর্মকর্তারা মার্কিন অভিবাসী আইন ভঙ্গের দায়ে হাউস্টোন থেকে ৪৫ জন ব্যক্তিকে আটক করেছেন। ইমিগ্ৰেশন কর্মকর্তাদের পাঁচদিনের এই অভিযানকালে কতজন ভারতীয় নাগরিককে আটক করেছেন তার সঠিক সংখ্যা প্ৰকাশ করেনি এজেন্সি।
এরআগে দক্ষিণের সীমান্ত দিয়ে অবৈধভাবে আমেরিকায় প্ৰবেশ করায় প্ৰায় ১০০ জন ভারতীয়কে আটক করা হয়েছিল। এদের অধিকাংশই ছিলেন পাঞ্জাবের। এই সব ব্যক্তিদের রাখা হয়েছিল দুটি ইমিগ্ৰেশন ডিটেনশন সেণ্টারে। ইউ এস পেট্ৰোল এজেন্ট গত সপ্তাহে টেক্সাসের চেকপয়েন্টে ৭৮ জন অবৈধ অনুপ্ৰবেশকারীকে চিহ্নিত করেছিল। এই সব অনুপ্ৰবেশকারীরা ছিলেন,ব্ৰাজিল,মেক্সিকো,গুয়েটামালা,হন্ডুরাস,এল সালভদর,ইকুয়েডর,ভারত,ডোমেনিকান প্ৰজাতন্ত্ৰের।