ভারতের প্ৰাক্তন ক্ৰিকেট অধিনায়ক অজিত ওয়াদেকার বুধবার মুম্বইয়ের যশলোক হাসপাতালে মারা গেছেন। বিদেশের মাটিতে অর্থাৎ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্ৰথম টেস্ট ম্যাচ জয়ের পথিকৃৎ ক্যাপ্টেন হিসেবে ওয়াদেকার চিরকাল স্মরণে থাকবেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি রেখে গেছেন স্ত্ৰী রেখা এবং দুই পুত্ৰ ও এক কন্যা।
১৯৭১ সালে ওয়াদেকারের নেতৃত্বে ওয়েস্টইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় হাসিল করেছিল ভারত। ওয়াদেকার একজন শাক্তিশালী ব্যাটসম্যান এবং ভারতীয় ক্ৰিকেটের একজন সেরা ক্ৰিকেটার ছিলেন। সাকুল্যে ৩৭টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ওয়াদেকার রান করেছেন ২,১১৩। একটি সেঞ্চুরিও করেছেন তিনি। একদিবসীয় ম্যাচের প্ৰথম অধিনায়ক পদও অলংকৃত করেছেন ওয়াদেকার। তবে মাত্ৰ দুটো একদিবসীয় ম্যাচে তাঁকে দেখা গেছে। মহম্মদ আজাহারউদ্দিন ভারতীয় অধিনায়ক থাকাকালে অর্থাৎ ৯০ সালে ওয়াদেকার ভারতীয় দলের ম্যানেজার ছিলেন।
তাঁর মৃত্যুতে প্ৰাক্তন অধিনায়ক আজহারউদ্দিন গভীর দুঃখ প্ৰকাশ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্ৰেসে আজহার লিখেছেন ‘ওয়াদেকার স্যারের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। তিনি অসুস্থ হওয়ার খবর আমি জানতাম না। হঠাৎ এই মৃত্যুর খবর আমার কাছে একটা বড় আঘাত’।