Begin typing your search above and press return to search.
ভারতের শান্তি ও অগ্ৰগতিতে কেউ বাগড়া দিলে ভারতীয় সেনা যোগ্য জবাব দেবেঃ মোদি

নয়াদিল্লিঃ ‘ভারতের শান্তি এবং বিকাশের পথে কেউ বাগড়া দিলে ভারতীয় সেনা যোগ্য জবাব দেবে’।
প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার পড়শি রাষ্ট্ৰ পাকিস্থানকে এভাবেই সতর্ক করে দেন। ভারত শান্তিতে বিশ্বাসী। নিজেদের সম্মান, সার্বভৌমত্বের প্ৰশ্নে আমরা কখনেহি আপস করব না-বলেন মোদি। রবিবার তার মাসিক বেতার বার্তা অনুষ্ঠান’ যন কি বাত-এ প্ৰধানমন্ত্ৰী এই মন্তব্য করেন। সার্জিক্যাল স্ট্ৰাইকের দ্বিতীয় বর্ষপূতির একদিন পরই মন কি বাত- এর ৪৮ তম অধ্যায় ভারতীয় সেনার ্পরাক্ৰমের গাথা তুলে ধরেন তিনি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ছায়াযুদ্ধের তীব্ৰ সমোলচনা করে মোদি বলেন, পড়শি শক্ৰরা ভারতের বিরুদ্ধে তোপ দেগেই চলেছে।
Next Story