ইটানগরঃ এশিয়ার দুই শক্তিধর দেশ ভারত ও চিন গোটা বিশ্বের চালিকা শক্তি হয়ে উঠতে পারে। কেন্দ্ৰীয় প্ৰতিরক্ষামন্ত্ৰী নির্মলা সীতারমন রবিবার একথা বলেন। তিনি আরও বলেন,ভারত ও চিন পুরো এশিয়ার বিকাশে পথ দেখাতে পারে।
‘এশিয়ায় শান্তি,নিরাপত্তা এবং উন্নয়ন তখনই সম্ভব হবে যখন ভারত ও চিন উন্নয়নের সোপানে পৌঁছবে। এই উভয় দেশের বিকাশ তখনই সম্ভব হবে যখন দুটো দেশ পারস্পরিক বিশ্বাস,শ্ৰদ্ধা ও সমঝোতার মাধ্যমে এগিয়ে যাবে’। অরুণাচল প্ৰদেশের দর্জি খান্ডু কনভেনশন হলে রাজ্যের প্ৰাক্তন আরএসএস কর্মী রুতম কামগোর সপ্তম স্মৃতি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কথাগুলি বলেন সীতারমন।
তিনি বলেন,যে কোনও প্ৰতিযোগিতা ভারত ও চিনের মধ্যে কখনোই বিবাদে পরিণত হতে পারে না। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির উদ্বৃতি দিয়ে সীতারমন বলেন,উভয় দেশের পরস্পরের প্ৰতি ‘সম্মান’ মন্ত্ৰটি অনুসরণ করা উচিত। তাছাড়া উন্নয়নের স্বার্থে আলোচনা,সহযোগিতা,শান্তি ও সমৃদ্ধির প্ৰতি দুটো দেশের গুরুত্ব দেওয়া প্ৰয়োজন। ভারত ও চিন পরস্পরের প্ৰতি সম্মান দেখিয়ে সমস্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলে শান্তি ও সমৃদ্ধির প্ৰতি এগিয়ে চলার স্বার্থে হাত মেলানো অতীব জরুরি-বলেন প্ৰতিরক্ষামন্ত্ৰী। তিনি আরও বলেন,বেশ কিছু নির্দিষ্ট ক্ষেত্ৰে বিশেষ করে সন্ত্ৰাস দমন ও উন্নয়নের স্বার্থে এশিয়ার এই দুই দেশ সহযোগিতার হাত বাড়িয়ে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া একান্তই অপরিহার্য-বলেন সীতারমন।