নয়াদিল্লিঃ জ্বালানির মূল্যবৃদ্ধি এবং টাকার মূল্য কমে যাওয়ার প্ৰতি সারা ভারত কংগ্ৰেস কমিটি আজ ভারত বনধের ডাক দেয়। নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের জমানায় জ্বালানির লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্ৰতিবাদে বিরোধীরা এই বনধের প্ৰতি সমর্থন জানিয়ে এই প্ৰথম যৌথভাবে রাজনৈতিক পদক্ষেপ নিল। দেশের প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী রামলীলা ময়দানে গিয়ে কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে মিলিত হয়ে বনধের প্ৰতি সমর্থন ব্যক্ত করেন। কংগ্ৰেসের মতে বিএসপি,এসপি,ডিএমকে,টিএমসি এবং আরজেডি সহ বিভিন্ন চেম্বার্স অফ কমার্স ও ব্যবসায়ী সংস্থা আজ ভারত বনধের প্ৰতি সমর্থনের হাত বাড়ায়।
আজ রাজঘাটে বিরোধী দলের নেতাদের ধরনা দিতেও দেখা যায়। জ্বালানির চড়া দর,বেকার ও কৃষক সমস্যা নিয়ে পাঁচটি বাম দল পৃথকভাবে বনধ ডাকে। সারা দেশের কংগ্ৰেস সদস্যরা প্ৰতিবাদ জানাতে এদিন পথে নেমে আসেন পেট্ৰোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্ৰতিবাদে। কংগ্ৰেস পেট্ৰোল ও ডিজেলকে জিএসটি ফ্ৰেমের আওতায় আনার দাবি জানায়। এটা করা হলে জ্বালানির মূল্য প্ৰায় ১৫ থেকে ১৮ টাকা কমবে। একইসঙ্গে কংগ্ৰেস প্ৰতিবাদ শান্তিপূর্ণভাবে করতে তাদের সব কর্মীদের প্ৰতি আহ্বান জানিয়েছে। কংগ্ৰেস মুখপাত্ৰ অজয় মাকেন সাংবাদিকদের বলেন, ‘আমি দলীয় কর্মীদের বনধ হিংসা মুক্ত রাখতে আবেদন জানিয়েছে। আমরা মহাত্মা গান্ধীর দল তাই কোনও রকম হিংসায় আমাদের জড়ানো ঠিক হবে না’। পুনতে পিকেটাররা বাস ভাঙচুর করে। পুনে এবং পাটনা শহরে পিকেটাররা টায়ার পোড়ায়।