মণিপুরের ৭টি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ ৫ বছর বাড়াল কেন্দ্ৰ

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় সরকার মঙ্গলবার মণিপুরের সাতটি মৈতেই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধকরণের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দিয়েছে। মণিপুরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে ওই সংগঠনগুলি হিংসাশ্ৰয়ী কার্যকলাপ চালানোর প্ৰেক্ষিতেই তাদের নিষিদ্ধকরণের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেন কেন্দ্ৰ। বেআইনি কার্যকলাপের জন্য এই সংগঠনগুলি এবং তাদের বিভিন্ন শাখাগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বেআইনি কার্যকলাপ(প্ৰতিরোধ)আইনে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এই জঙ্গি সংগঠনগুলির তালিকায় রয়েছে পিপলস লিবারেশন আর্মি(পিএলএ)এবং তাদের রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্ৰন্ট,দ্য ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্ৰন্ট(ইউএনএলএফ)এবং তাদের সশস্ত্ৰ শাখা মণিপুর পিপলস আর্মি,দ্য পিপলস রেভলিউশনারি পার্টি অফ কাংলেইপক(প্ৰিপক)এবং তাদের সশস্ত্ৰ শাখা রেড আর্মি,দ্য কাংলেইপক কমিউনিস্ট পার্টি(কেসিপি)এবং তাদের সশস্ত্ৰ শাখা রেড আর্মি, দ্য কাংলেই ইয়ল কানবা লুপ(কেওয়াইকেএল),দ্য কো-অর্ডিনেশন কমিটি এবং দ্য অ্যালায়েন্স ফর সোশ্যালিস্ট ইউনিটি কাংলেইপক(এএসইউকে)।
এক গ্যাজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সংগঠনগুলিকে নিষিদ্ধকরণের মেয়াদ বৃদ্ধির মূল কারণ হছে,এরা মণিপুরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন মণিপুর গড়ার উদ্দেশ্যে কাজ করছে।