মরিগাঁওয়ে বিদেশি ঘোষিত ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

মরিগাঁওঃ ঘোষিত বিদেশিদের নাম ২০১৯-এর ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঘটনায় মরিগাঁও জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরিগাঁওয়ের দ্বিতীয় ফরেনার্স ট্ৰাইবুনাল কোর্ট জয়নাল আবেদিন,তার স্ত্ৰী অনুওয়ারা বেগম ও তাদের পুত্ৰ হাবিজুর রহমান,দুই কন্যা মীনারা বেগম ও মুসকুরাকে বিদেশি ঘোষণা করেছিল। মরিগাঁও থানার অধীন কারাতিপাম কপৌজারি অঞ্চলে বসবাস করেছিল পরিবারটি।
২০১২ সালের ১০ সেপ্টেম্বর থেকে পরিবারটির বিরুদ্ধে ট্ৰাইবুনালে মামলা(নং ১৭৯/২০০৯)চলছিল।
ট্ৰাইবুনাল জয়নাল আবেদিন ও তার পরিবারকে বিদেশি ঘোষণা করার পর অভিযুক্ত আবেদিন হাইকোর্টের দ্বারস্থ হয়। অভিযুক্ত তার মামলাটি বিবেচনা করার জন্য হাইকোর্টে দ্বিতীয়বার রিট আবেদন দাখিল করে। কিন্তু হাইকোর্ট ২০১৭ সালের ১৮ এপ্ৰিল জয়নাল ও তার পরিবারকে বিদেশি হিসেবে ঘোষণা করে। জয়নাল ফের ওই সেকশনের অধীনে ১৩৯/২০১৩ নম্বরের একটি রিট আবেদন দাখিল করে।
এদিকে আশ্চর্যজনকভাবে আবেদিন ও তার পরিবারের নাম ২০১৯-এর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। জাগিরোড কেন্দ্ৰের অধীন ভোটার তালিকা নং ৭৩৬ এবং ৭৩৭-এ জয়নাল ও তাঁর স্ত্ৰী অনুওয়ারা বেগমের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
অন্যদিকে ওই একই এলাকার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে বিদেশি ঘোষণা করা হয়েছিল। রফিকুল হাইকোর্টে একটি রিট আবেদন(নং ৩০২৯/১৪)দাখিল করেছিল। কোর্ট তাকেও বিদেশি ঘোষণা করে। কিন্তু আশ্চর্যজনকভাবে রফিকুলের নামও এবছর প্ৰকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।