গুয়াহাটিঃ দ্ৰুতবেগী রেলের চাকায় পিষ্ট হলো দুটো ফুটফুটে ব্যাঘ্ৰ শাবক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্ৰের চন্দ্ৰপুর জেলার জুনোনা বনাঞ্চল এলাকায়। বৃহস্পতিবার সকালে মৃত দুটো ব্যাঘ্ৰ শাবককে উদ্ধার করা হয়।
চন্দ্ৰপুরের মুখ্য বন সংরক্ষক রামা রাও-এর রিপোর্ট মতে শাবক দুটোর বয়স ৮-১০ মাস হবে। চন্দ্ৰপুর-গনডিয়া ট্ৰেনের চাকায় পিষ্ট হয়ে শাবক দুটো মারা গেছে। আরও দুটি ব্যাঘ্ৰ শাবক গত বেশকিছুদিন ধরে নিখোঁজ ছিল। আভনি নামে একটি বাঘিনীর শাবক এগুলি। পান্দহার কাওডাতে গত ২ নভেম্বর গুলিবিদ্ধ হয়ে বাঘিনীটির মৃত্যু হয়। তবে সাম্প্ৰতিক রিপোর্টে জানা গেছে,আভনির বাকি দুটো শাবক এতদিন ধরে খোঁজাখুঁজি করছিলেন বন কর্মীরা। তবে সম্প্ৰতি বনাঞ্চলের কাছে একটি গ্ৰামে শাবক দুটোকে ঘুরে বেড়াতে দেখা গেছে। শাবক দুটো ভিহিরগাঁও এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
অতিরিক্ত মুখ্য বন সংরক্ষক সুনীল লিমায়ে বলেন,‘বনকর্মীদের একটা দল ওই গ্ৰামে গিয়েছেন এবং আশা করা হচ্ছে তারা শাবক দুটিকে ধরতে পারবেন। শাবক দুটো একই সঙ্গে ঘুরছে। তাই মনে হচ্ছে দুটো শাবক সুস্থই আছে’।