মহিলাদের মসজিদে প্ৰবেশাধিকার চেয়ে আদালতে আবেদন মারাঠা দম্পতির

গুয়াহাটিঃ মসজিদে মহিলাদের প্ৰার্থনা জানানোর আর্জি জানিয়ে মারাঠা দম্পতির দাখিল করা একটি আবেদনের ভিত্তিতে সুপ্ৰিমকোর্ট কেন্দ্ৰীয় সরকার ও সংশ্লিষ্ট অন্যান্যদের নোটিশ ইস্যু করেছে।
আবেদনটি শুনানির জন্য গ্ৰহণ করে শীর্ষ আদালত বলেছে,সবরীমালা মামলার রায়ের ওপর ভিত্তি করেই আবেদনটি শুনানির জন্য গ্ৰহণ করা হয়।
জনস্বার্থ সম্পর্কিত মামলাটি(পিআইএল)শুনানির পর শীর্ষ আদালত বলেছে,মামলাটি নিয়ে এক প্ৰশ্নে আবেদনকারীর কৌঁসুলি যে সাড়া দিয়েছেন,কোর্ট তাতে সন্তুষ্ট নয়। কোর্ট এটা বুঝতে পেরেছে যে সমতার বিষয়টি রাজ্যকেই সুনিশ্চিত করতে হবে। রাজ্য এটা অম্বীকার করতে পারে না। মারাঠা মুসলিম দম্পতি সবরীমালা মামলা সম্পর্কে গত সেপ্টেম্বরে দেওয়া সুপ্ৰিমকোর্টের রায়ের প্ৰসঙ্গ তুলে ধরে আবেদনে বলেছেন,মসজিদে গিয়ে প্ৰার্থনা করার অধিকার মুসলিম মহিলাদেরও রয়েছে।
ইয়াসমিন জুবের আহমেদ পিরজাদে এবং জুবের আহমেদ নাজির পিরজাদে এই পিটিশনটি দাখিল করে বলেছেন,মুসলিম মহিলারা মসজিদে প্ৰবেশ কিংবা প্ৰার্থনা জানানো বা কোরান পাঠ করতে পারবেন না এমন কথা কোনও রেকর্ডে উল্লেখ নেই।
মুসলিম মহিলাদের মসজিদে প্ৰার্থনা জানানোর অধিকার থেকে বঞ্চিত রাখা মানবিক মর্যাদার বিরোধী বলে মারাঠা দাম্পতি আবেদনে উল্লেখ করেছেন।
আবেদনকারী দম্পতি তাদের নিজস্ব উদাহরণ তুলে ধরে বলেছেন পুনের জামা মসজিদে মহিলাদের প্ৰবেশের সু্যোগ দেওয়ার জন্য তাঁরা অনুরোধ করেছিলেন। আবেদনকারীর এই উদাহরণে সাড়া দিয়ে শীর্ষ আদালত বলেছে,পুনে এবং অন্যান্য এলাকায় মহিলাদের মসজিদে প্ৰার্থনা করার অনুমতি নেই।
তবে মসজিদের ইমাম বলেছেন,আবেদনকারীর অনুরোধের বিষয়টি বিবেচনা করার জন্য তিনি সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে লিখবেন।