মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল আজ তাঁর গৃহ কেন্দ্ৰ মাজুলিতে উদ্বোধন করলেন ‘এমভি ভূপেন হাজরিকা’ নামের অত্যাধুনিক র’র’ সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে সোনোয়ালের পাশে ছিলেন অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,সাংসদ প্ৰদান বরুয়া এবং কয়েকজন বিধায়ক। বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলির জলপথ যোগাযোগ আরও সুসংহত এবং অত্যাধুনিক করে তোলার জন্য সোনোয়ালের নেতৃত্বে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে।
একইসঙ্গে শতাধিক যাত্ৰী ছাড়াও ২৫ টন সামগ্ৰী পরিবাহী ৮টি ট্ৰাক বহন করার ক্ষমতা রয়েছে এই জাহাজের। সম্পূর্ণ স্টিলের পাতে নির্মিত জাহাজটিতে আছে মূল ইঞ্জিনের সঙ্গে আরও দুটি ইঞ্জিন। কেন্দ্ৰীয় সরকারের জলপথ কর্তৃপক্ষ ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে এই র’র’ জাহাজটি। রাজ্য সরকারের অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের অধীনে কমলাবাড়ি ও নিমাতিঘাটের মধ্যে নিয়মিত চলবে এই জাহাজ। এই র’র’ জাহাজের গতিবেগ হবে ঘণ্টায় ১০.৭৫নট।