মাঝ ব্ৰহ্মপুত্ৰে বাজপেয়ীর চিতাভস্ম বিসর্জন দিলেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার দুপুরে বৈদিক মন্ত্ৰ উচ্চারণ ও সামাজিক প্ৰথা মেনে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম গুয়াহাটির লাচিত পার্কের কাছে মাঝ ব্ৰহ্মপুত্ৰে বিসর্জন দেন। বাজপেয়ীর চিতাভস্ম পূর্ণ পাত্ৰটি গুয়াহাটিতে আনার পর হেঙেরাবাড়িতে দলের কার্যালয়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালেই চিতাভস্মের কিছু অংশ ডিব্ৰুগড়,শিলচর ও ধুবড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রাজ্যের জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত এবং বিদ্যুৎ প্ৰতিমন্ত্ৰী তপন গগৈ চিতাভস্মের কিছু অংশ ডিব্ৰুগড়ে নিয়ে যান। বস্ত্ৰমন্ত্ৰী রঞ্জিৎ দত্ত ও বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য চিতাভস্ম নিয়ে যান শিলচরে। ধুবড়িতে চিতাভস্মের পাত্ৰ বয়ে নিয়ে যান রাজ্যের সেচ প্ৰতিমন্ত্ৰী ভবেশ কলিতা।
এরআগে গুয়াহাটির হেঙেরাবাড়িতে কার্বি ইয়ুথ ক্ৰীড়াঙ্গনে চিতাভস্ম রাখার পর দলমত নির্বিশেষে সহস্ৰাধিক মানুষ বাজপেয়ীর প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন করেন। বিরোধী নেতা দেবব্ৰত শইকিয়াও প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীর প্ৰতি শ্ৰদ্ধা জানান। চিতাভস্ম বিসর্জনের গোটা পর্বে উপস্থিতি ছিলেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল। চিতাভস্মের কলস নিয়ে হেঙেরাবাড়ি,গণেশগুড়ি,চান্দমারি,লতাশিল,লাচিত পার্ক অবধি মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্ৰী। এরপর অভ্যন্তরীণ জল পরিবহণের একটি যান মুখ্যমন্ত্ৰী ও সতীর্থদের নিয়ে যায় মাঝ ব্ৰহ্মপুত্ৰে বিসর্জন পর্ব সম্পন্ন করার জন্য।