Begin typing your search above and press return to search.

মাল্লার মনোনয়নপত্ৰ দাখিল পর্বে উপস্থিত থাকছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী বাবুল সুপ্ৰিয়

মাল্লার মনোনয়নপত্ৰ দাখিল পর্বে উপস্থিত থাকছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী বাবুল সুপ্ৰিয়

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 March 2019 1:06 PM GMT

শিলচরঃ কেন্দ্ৰীয় ভারি শিল্প দপ্তরের মন্ত্ৰী তথা বাংলার বিশিষ্ট ব্যক্তিত্ব বাবুল সুপ্ৰিয় করিমগঞ্জ লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী কৃপানাথ মাল্লার মনোনয়নপত্ৰ দাখিল পর্বে উপস্থিত থাকবেন। জেলা নির্বাচনী অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করবেন মাল্লা। করিমগঞ্জ সংসদীয় আসন থেকে গেরুয়া দলের হয়ে লড়ার জন্য মনোনীত হবার পর মাল্লা এখন প্ৰচার অভি্যান চালানোর প্ৰস্তুতি নিচ্ছেন। সীমান্ত জেলার বাগান এলাকায় দলীয় কর্মী,সমর্থকদের সঙ্গে দোল উৎসব পালনের পর মাল্লা এখন প্ৰচারের জন্য স্ট্যাটিজি প্ৰস্তুত করছেন।

বরাকের রাজনীতিতে কৃপানাথ মাল্লা কোনও নতুন ব্যক্তিত্ব নন। কংগ্ৰেস থেকেই তিনি বিজেপিতে সামিল হয়েছেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে লড়ে সফলও হয়েছিলেন তিনি। সেই সুবাদে তাঁকে অসম বিধানসভায় ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ করা হয় দিলীপ কুমার পাল ওই পদে ইস্তফা দেওয়ার পর।

করিমগঞ্জ আসনে মাল্লা জয়ী হবেন বলে বিজেপির প্ৰথম সারির নেতা বিশ্বরূপ ভট্টাচার্য আস্থা ব্যক্ত করেন। ওদিকে শিলচর আসনে বিজেপি প্ৰার্থী ড.রাজদ্বীপ রায় কংগ্ৰেস প্ৰার্থী সুস্মিতা দেব এবং এনসিপির নাজিয়া ইয়াসমিন মজুমদারের মধ্যে লড়াই হবে।

Next Story