মিজোরামে নির্বাচনী প্ৰচার শেষ,কংগ্ৰেস,বিজেপি-র ধারণা,জোট সরকারই ক্ষমতায় আসবে

আইজলঃ ৪০ সদস্যের মিজোরাম বিধানসভা নির্বাচনের জন্য সোমবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্ৰচারের পালা গুটিয়ে নেয়। ওদিকে রাজ্যের শাসক কংগ্ৰেস দল মনে করছে এবার তারা সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। খ্ৰিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত এই রাজ্যে এবারই বিজেপি ব্যাপক সংখ্যক আসনে প্ৰার্থী দিয়েছে। বিজেপি মনে করছে রাজ্যে এবার জোট সরকারই হবে। ওদিকে বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্ৰন্ট(এমএনএফ)নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পাবে বলে আশা করছে। উত্তর পূর্বাঞ্চলে মিজোরামই হচ্ছে একমাত্ৰ রাজ্য যেখানে কংগ্ৰেস এখনও ক্ষমতায় রয়েছে। রাজ্যে বিধানসভার নির্বাচন হচ্ছে আগামিকাল।
৭৬ বছর বয়সী রাজ্যের প্ৰবীণ কংগ্ৰেস নেতা লালথানহাওলা ২০০৮ সাল থেকে দুদুবার রাজ্যের মুখ্যমন্ত্ৰী নির্বাচিত হয়েছেন। লালথানহাওলা বলেন,নির্বাচনোত্তর পরিস্থিতিতে তার দল বিজেপি ছাড়া অন্যান্যদের সঙ্গে আঁতাত করতে পারে। প্ৰয়োজনে সমমনোভাবাপন্ন দলের সঙ্গে কংগ্ৰেস আঁতাত করতে পারে বলে ইঙ্গিত দেন লালথানহাওলা।