মিজোরাম লোকসভা আসনে প্ৰথম মহিলা প্ৰার্থী

আইজলঃ মিজোরামে লোকসভার নির্বাচনে এই প্ৰথম একজন মহিলা প্ৰার্থী প্ৰতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ভাগ্য পরীক্ষায় নামা ৬৫ বছর বয়সী এই মহিলার নাম লালথলামুয়ানি। নির্দল প্ৰার্থী হিসেবে লড়াইয়ে নামা লালথলামুয়ানি সহ অন্যান্য ছয়জন প্ৰার্থীর ভাগ্য নির্ধারিত হবে ১১ এপ্ৰিল। মিজোরামের একমাত্ৰ লোকসভা আসনে এই প্ৰথম কোনও মহিলা প্ৰার্থী পুরুষ প্ৰতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।
রাজ্যের ৭,৮৪,৪০৫ জন যোগ্য ভোটারের মধ্যে ৪,০২,৪০৮ জন মহিলা এবং পুরুষ হলেন ৩,৮১,৯৯১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৬ জন।
জিউ সম্প্ৰদায়ের লালথলামুয়ানির রয়েছে পাঁচটি নাতিনাতনি। চিংলাং ইজরায়েল পিপল কনভেনশন(সিআইপিসি)নামের একটি এনজিও চালাচ্ছেন তিনি।
মিজোরাম সংসদীয় আসনটি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্ৰে এবার বহুমুখী লড়াই হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,মিজো ন্যাশনাল ফ্ৰণ্ট(এমএনএফ)প্ৰার্থী সি লালরোসাঙ্গা এবং বিরোধী কংগ্ৰেস ও জোরাম পিপলস মুভমেন্টের যৌথ প্ৰার্থী লাললিংহিগোলভা মারের মধ্যেই মূল লড়াই জমবে।