নয়াদিল্লিঃ মি-টু আন্দোলনের অংশ হিসেবে মহিলাদের ওপর যৌন হেনস্তা ও নিগ্ৰহের অভিযোগগুলি খতিয়ে দেখতে একটি আইনি কমিটি গড়ছে কেন্দ্ৰীয় সরকার। শুক্ৰবার কেন্দ্ৰের পক্ষ থেকে একথা জানানো হয়। মি-টু আন্দোলনে একাংশ মহিলা তাঁদের ওপর কিছু ব্যক্তি বিশেষের এক সময়ে চালানো যৌন নিগ্ৰহের অভিযোগ এনেছেন। বিশেষ করে প্ৰচার মাধ্যম ও বিনোদন ইন্ডাস্ট্ৰির কিছু নামী দামি ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তা ও নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলি খতিয়ে দেখতে বরিষ্ঠ বিচারপতিদের নিয়ে এই প্যানেল গড়ছে কেন্দ্ৰ। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্ৰক(ডব্লিউসিডি)এক বিবৃতিতে একথা জানিয়েছে।
ডব্লিউসিডি বিভাগের কেন্দ্ৰীয় মন্ত্ৰী মানেকা গান্ধী বলেছেন,কর্মস্থানে কোনও মহিলাকে যৌন হেনস্তা বা নিগ্ৰহের ব্যাপারে তাঁর মন্ত্ৰক শূন্য সহিষ্ণুতা নীতিকেই অনুসরণ করবে। মানেকা বলেন,আমি অভিযোগকারী মহিলাদের পক্ষেই রয়েছে। ‘আমি যেকোনও ধরনের যৌন উৎপীড়নের বিরুদ্ধে সব স্তরের মহিলাদের নির্ভয়ে এগিয়ে আসতে এবং কেস ফাইল করতে আহ্বান জানাচ্ছি’। এসব ক্ষেত্ৰে মন্ত্ৰক যতটা সম্ভব সাহা করবে-বলেন মানেকা। তিনি আরও বলেন ‘যারা অভি্যোগ করেছেন তাদের প্ৰতিটি অভিযোগের নেপথ্যে কতটা কষ্ট ও আতঙ্ক রয়েছে আমি মর্মে মর্মে তা উপলব্ধি করতে পারছি’। মহিলাদের বিরুদ্ধে এধরনের আতিশয্য কিছুতেই বরদাস্ত করা হবে না-পরিষ্কার জানিয়ে দেন মানেকা।