রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সরকারি বাসভবন ব্ৰহ্মপুত্ৰ রাজ্য অতিথিশালায় রক্ষী শুক্লেশ্বর কাথার নামের একজন পুলিশ জওয়ান রবিবার নিজের সার্ভিস রাইফেল দিয়ে ৬ রাউন্ড গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। রাজ্য পুলিশ সূত্ৰে জানানো হয়েছে ঘটনাটি ঘটে রবিবার রাত ৮-১০থেকে ৮.২০ মিনিটের মধ্যে। ঘটনার সময় মুখ্যমন্ত্ৰী সোনোয়াল ডিব্ৰুগড়ে ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় পানবাজার মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সূত্ৰটি বলেছে,তাঁর দেহ থেকে ৬টি গুলি উদ্ধার করা হয়েছে। এটাকে হত্যাকান্ড বলেও সন্দেহ করা হচ্ছে। তার কাছ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।
Begin typing your search above and press return to search.