মুম্বইয়ের চেম্বুরে ভারত পেট্ৰোলিয়াম প্ৰকল্পে আগুন

মুম্বইয়ের চেম্বুরে ভারত পেট্ৰোলিয়াম প্ৰকল্পে আজ বিকেলে ভয়ঙ্কর আগুন লাগে। আগুনে বেশকিছু বিস্ফোরণও ঘটে। বিস্ফোরণের শব্দে ভূমিকম্পের মতো ঝটকা লাগে বলে স্থানীয় মানুষ রিপোর্ট করেছেন। তবে আগুনে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। তবে ২ জন সামান্য আহত হয়েছেন। প্ৰকল্পস্থলের আশেপাশে থাকা বাসিন্দাদের নিরাপদ আস্তানায় সরিয়ে নেওয়া হয়েছে। মনোরেল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজে নেমেছে ৯টি দমকল ইঞ্জিন। নিরাপদ দূরত্ব থেকে আগুন বাগে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা। আগুন নেভাতে ফিক্সড মনিটর ব্যবহার করা হচ্ছে। একথা জানান মুখ্য অগ্নি নির্বাপক আধিকারিক পিএস রহাংডেল।
ভারত পেট্ৰোলিয়াম কর্পোরেশন লিমিটেডের(বিপিসিএল)হাইড্ৰো ক্ৰ্যাকার ইউনিটে প্ৰথম আগুন লাগে। এই ইউনিটেই অশোধিত তেল শোধন করা হয়। মাহুল শোধনাগার এই হাইড্ৰো ক্ৰ্যাকার ইউনিটটি স্থাপন করেছিল। ইউনিটটি সম্পূর্ণ পুড়ে গেছে আগুনে। আগুন লাগে বেলা ২টা ৪৫ মিনিট নাগাদ। শোধনাগারের অগ্নিনির্বাপক দল অনেক লড়াই চালিয়ে আগুন নিয়ন্ত্ৰণে আনতে সফল হয়। অগ্নিকাণ্ডে আহত ২ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারত পেট্ৰোলিয়ামের একজন মুখপাত্ৰ একথা জানান।