মণিপুরের একটি যুবতী মুম্বইয়ে তার ইউরোপিয়ান বন্ধুর সঙ্গে ট্ৰেনে সফরকালে শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটে গত ১১ সেপ্টেম্বর। যুবতীটি গবেষণা নিয়ে পড়শোনার জন্য মুম্বইয়ে রয়েছেন। ঘটনার দিনই যুবতীটি ভাসি রেল পুলিশের কাছে একটি অভিযোগ নথিভুক্ত করেছেন। যুবতীটি বলেছেন,১১ সেপ্টেম্বর বিদেশি বন্ধুর সঙ্গে ট্ৰেন সফরকালে মুম্বইয়ের শহরতলি এলাকা ভাসি ও গোবান্দি স্টেশনের মধ্যে এক অজ্ঞাত ব্যক্তি চলন্ত ট্ৰেনে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে।
যুবতীর রিপোর্ট অনু্যায়ী নাভি মুম্বইয়ে সহযোগী বন্ধুর সঙ্গে কিছু গবেষণার কাজ সেরে বাড়ি ফিরছিলেন যুবতীটি। যুবতীটি আরও বলেছে,লোকঠাসা ট্ৰেনের মধ্যে অজ্ঞাত ব্যক্তিটি তার শ্লীলতাহানির চেষ্টা করে। সে এবং তার বন্ধুটি ওই অসৎ লোকটিকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। ঘটনা সংক্ৰান্তে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।