রন্ধন গ্যাসের বিকল্প হিসেবে মিথানল-এর ব্যবহার নিয়ে পাইলট প্ৰকল্পের সূচনা হলো নামরূপে

নামরূপঃ রান্নার গাসের বিকল্প হিসেবে মিথানলের ব্যবহার নিয়ে নিতি আয়োগের সদস্য এবং বিজ্ঞানী ভি কে সারস্বত শুক্ৰবার একটি পাইলট প্ৰজেক্টের সূচনা করেন। তাঁরা বলেন,রন্ধন গ্যাসের বিকল্প হিসেবে মিথানল ব্যবহার করা হলে দেশের অর্থনৈতিক অবস্থায়ও পরিবর্তন আসবে। অসমের তিনসুকিয়া জেলার নামরূপে আসাম পেট্ৰোক্যামিকেলস লিমিটেড(এপিএল)টাউনশিপে প্ৰকল্পটি উদ্বোধন করে সারস্বত বলেন,মিথানল হচ্ছে একটা স্বচ্ছ জ্বালানি। এই জ্বালানি রান্নাবান্নার কাজে ব্যবহার করা হলে আমদানিকৃত এলপিজি-র জন্য দেশের নির্ভরতা কমাতে সাহায্য করবে। ‘ভারত বছরে ৮৬ বিলিয়ন ডলার মূল্যের অশোধিত তেল আমদানি করছে। আমাদের দেশ ৮০ শতাংশ এলপিজি আমদানি করছে,যা আমরা প্ৰতিবছর ব্যবহার করছি। সেইহেতু আমরা যদি মিথানলকে রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করি তাহলে আমদানিকৃত অশোধিত তেলের ওপর আমাদের নির্ভরতা হ্ৰাস পাবে এবং এটা অর্থনৈতিক পরিবর্তনেও সহায়ক হবে। মিথানল খুবই স্বচ্ছ জ্বালানি এবং এটা পরিবেশ রক্ষায়ও সহায়ক’-বলেন সারস্বত। তিনি আরও বলেন,চিন,আফ্ৰিকা এবং অন্যান্য কিছু দেশ অনেকদিন থেকেই বিকল্প জ্বালানি হিসেবে মিথানল ব্যবহার করে আসছে। চিনের প্ৰায় ৮০ লক্ষ বাড়িতে রান্নার গ্যাসের বিকল্প হিসেবে মিথানলের ব্যবহার চলছে। তিনি বলেন,মিথানল ব্যবহার করা হলে রান্নার গ্যাসের খরচ ৩০ শতাংশ কমবে।