রহায় পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

রাজ্যে কংগ্ৰেসের দীর্ঘদিনের শাসনের যবনিকা টেনে ক্ষমতায় এসেছিল পরিবর্তনকামী বিজেপি সরকার। কিন্তু পরিবর্তনের কোনও ছোঁয়াই পেলেন না রহা কেন্দ্ৰের কঠিয়াতলী উন্নয়ন ব্লকের অধীন বকুলগুড়ি গ্ৰাম পঞ্চায়েত এলাকার মানুষ। এই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত পাঁচ বছরে পঞ্চায়েতের সভাপতি নুরজামাল লস্কর উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ অর্থের সিংহভাগ আত্মসাৎ করার অভি্যোগ উঠেছে।
বকুলগুড়ি পঞ্চায়েতের নিজামুদ্দিন নামের একজন প্ৰতিবন্ধী ব্যক্তি সভাপতি লস্করের অর্থ আত্মসাতের এক অভিযোগ দাখিল করেছেন কামপুর থানায়। অভিযোগ অনু্যায়ী,সভাপতি লস্কর নিজামুদ্দিনের কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই অর্থ ফেরত চাইলে নিজামুদ্দিনকে ভীতি প্ৰদর্শন করার অভিযোগ রয়েছে লস্করের বিরুদ্ধে। তাই স্থানীয় মানুষ এধরনের পঞ্চায়েত প্ৰতিনিধির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে।