রাজনাথ কথা বললেন সমুজ্জ্বলের সঙ্গে,নাগরিক বিল প্ৰত্যাহারে কেন্দ্ৰকে চাপ আসুর

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)কেন্দ্ৰীয় সরকারকে জানিয়েছে বিতর্কিত নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ প্ৰত্যাহার করতেই হবে। আসু একই সঙ্গে একথাও পরিষ্কার করে দিয়েছে যে কেন্দ্ৰ বিল প্ৰত্যাহার করে না নেওয়া পর্যন্ত বিলের বিরুদ্ধে গণ আন্দোলন অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক টেলিফোনিক বার্তায় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যের সঙ্গে কথা বললে আসু নেতে তাঁকে একথা জানান। টেলিফোনে কথোপকথনের সময় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী সিং বলেছেন যে,বিল নিয়ে সৃষ্ট বিতর্কের অবসানে কেন্দ্ৰীয় সরকার বিশেষভাবে আগ্ৰহী। তাই কেন্দ্ৰ চাইছে রাজ্যের সর্বোচ্চ ছাত্ৰ সংগঠনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসতে। কারণ আসুই এই ইস্যুটি নিয়ে আন্দোলনে অগ্ৰণী ভূমিকা পালন করছে।
ওই আলোচনাকালে ভট্টাচার্য ‘বিলটি অবিলম্বে প্ৰত্যাহার করার ওপর গুরুত্ব দিয়েছেন’। ছাত্ৰ নেতাটি আরও উল্লেখ করেছেন যে ‘অসম চুক্তি অনু্যায়ী ১৯৭১ সালের ২৪ মার্চের মাঝ রাতের পরে আসা বিদেশিদের শনাক্ত করে বহিষ্কার করতে হবে’।
এদিকে আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ এবং সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ শুক্ৰবার এখানে প্ৰচার মাধ্যমকে বলেন যে ৩০টি জাতীয় সংগঠনের প্ৰতিনিধি এবং উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো)যৌথভাবে এই বিলের বিরুদ্ধে আন্দোলন চালানোর কথা স্বরাষ্ট্ৰমন্ত্ৰীকে জানানো হয়েছে। তারা আরও জানিয়েছে,বিল প্ৰত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।
অন্যদিকে ছাত্ৰ সংগঠনটির আশঙ্কা,আগামি ৩১ জানুয়ারি সংসদের পরবর্তী অধিবেশনে কেন্দ্ৰ রাজ্যসভায় বিলটি পাস করানোর চেষ্টা চালাতে পারে। উল্লেখ্য,গত ৮ জানুয়ারি বিলটি লোকসভায় ধ্বনিভোটে পাস হয়ে যায়। আসু নেতারা আরও উল্লেখ করেছেন যে বিলটি একবার পাস হয়ে গেলে জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন অর্থহীন হয়ে পড়বে এং এতে অসম চুক্তিও পুরোপুরি লঙ্ঘিত হবে।
আন্দোলনের পরবর্তী পর্যায়ের কথা ঘোষণা করে ছাত্ৰ নেতারা বলেছেন আসু এবং অন্যান্য ৩০টি জাতীয় সংগঠন বিল বিরোধী আন্দোলন আরও ব্যাপক করে তুলবে। কর্মসূচি অনু্যায়ী আসু আগামি ২৩ জানুয়ারি গুয়াহাটিতে ‘খিলঞ্জিয়ার বজ্ৰ নিনাদ’ কর্মসূচি পালনের ডাক দিয়েছে।