গুয়াহাটিঃ পাহাড় এলাকা উন্নয়ন(এইচএডি)দপ্তরের মন্ত্ৰী সুম রংহাং কোনওরকম রাখঢাক না রেখে বলেছেন,রাজ্যের দুই পহাড়ি জেলা কার্বি আংলং এবং ডিমা-হাসাও-এর সার্বিক বিকাশের জন্য হয় স্বশাসন নতুবা পর্যাপ্ত তহবিল প্ৰয়োজন। রংহাং বুধবার দ্য সেন্টিনেলকে বলেন,‘সংবিধানের ২৪৪(এ)ধারা আনু্যায়ী স্বশাসনের দাবি অর্থাৎ রাজ্যের মধ্যে থেকে রাজ্য গঠন ন্যায়সঙ্গত। মোটের ওপর আমরা কোনও পৃথক রাজ্য দাবি করছি না। আমাদের দাবি হচ্ছে রাজ্যের মধ্যে থেকে রাজ্য গঠন। এতে কোনও বাধা আসতে পারে না কারণ সংবিধানেই এই ব্যবস্থা রয়েছে।
মন্ত্ৰী বলেন,‘এই পাহাড়ি জেলা দুটির উন্নয়নের গতি অত্যন্ত মন্থর। পাহাড়ি জেলার বিকাশে আমরা কেন্দ্ৰকে পর্যাপ্ত তহবিল মঞ্জুর করার অনুরোধও জানিয়েছি। কিন্তু কেন্দ্ৰের তরফে তেমন সাড়া পাওয়া যায়নি। দিশপুরের কাছ থেকে আমরা বছরে খুব কম আর্থিক সাহায্য পাচ্ছি। কার্বি আংলং বার্ষিক ৩০০ কোটি এবং ডিমা হাসাও ১৭৬ কোটি পাচ্ছে। এই অর্থ দিয়ে জেলা দুটোর সর্বাঙ্গীণ বিকাশ সম্ভব নয়। সিকিম এবং মিজোরামের ভৌগোলিক আয়তন কম হওয়া সত্ত্বেও ওই দুই রাজ্য কেন্দ্ৰের কাছ থেকে বার্ষিক ৫ ও ১০ হাজার কোটি টাকা করে পাচ্ছে। এর কারণ হলো এই দুটোই স্বশাসিত রাজ্য। তাই উন্নয়নের স্বার্থে স্বশাসন নতুবা পর্যাপ্ত তহবিল আমাদের চাই’-বলেন রংহাং।