Begin typing your search above and press return to search.

রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত

রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 Sep 2018 11:31 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও শুধরোয়নি। ছয় জেলার ১১টি রাজস্ব সার্কলের ১,৪২,৩৮৫ জন মানুষ বানভাসি হয়েছেন। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার এখবর জানিয়েছে। চলতি বন্যায় ক্ষতিগ্ৰস্ত রাজ্যের ছটি জেলা হচ্ছে ধেমাজি,লখিমপুর,বিশ্বনাথ,গোলাঘাট,মাজুলি ও ডিব্ৰুগড়। যোরহাটের নিমাতিঘাট,তেজপুর ও ধুবড়িতে ব্ৰহ্মপুত্ৰের জলপৃষ্ঠ বিপদ সীমার ওপর দিয়ে বয়ে চলেছে। গোলাঘাটের নুমলিগড়ে ধনশিরি এবং শোণিতপুর জেলায় জিয়া ভরলির জলও বইছে বিপদ চিহ্নের ওপর দিয়ে।

Next Story
সংবাদ শিরোনাম