রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য কংগ্ৰেস,বামপন্থীদেরই দুবলেন সোনোয়াল

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র প্ৰতিবাদে রাজ্যে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে,তারজন্য কংগ্ৰেস ও বামপন্থী দলগুলিকে মূলত দায়ী করলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। মঙ্গলবার নগাঁওয়ের ভোগালি বিহুর এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন সোনোয়াল।
তিনি বলেন,অসম চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই আইএমডিটি আইনটি হয়েছিল। তখনতো কেউ প্ৰতিবাদ করেননি। সবাই ঘাপটি মেরে বসেছিলেন। এ নিয়ে আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্ৰী বিল বিরোধীদের কটাক্ষ করেন। আইএমডিটি আইনের মূল লক্ষ্য ছিল বিদেশিদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া।
ওই আইনটি বাতিল করার জন্য আমি সুপ্ৰিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম বলে মন্তব্য করতে গিয়ে সোনোয়াল জানান,সে সময়ে জমিয়ত উলেমা-ই হিন্দ আর কংগ্ৰেসের অসম প্ৰদেশ কমিটি সহ অনেকে আইএমডিটিাইন বহাল রাখার পক্ষে সাতটি আবেদন পেশ করেছিল। তাঁর কথায়,অসম আন্দোলনকে ঋণাত্মকভাবে অভিহিত করে কংগ্ৰেস ও বামপন্থীরা বিদেশির পক্ষে দাঁড়িয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় আজ তারাই বিলের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। তাদের মধ্যে এই চেতনার উন্মেষ আগেই হওয়া উচিত ছিল-বলেন সোনোয়াল।