Begin typing your search above and press return to search.

রাজ্যের ৫০০-এর বেশি প্ৰাথমিক স্কুলে ছাত্ৰ সংখ্যা শূন্যের কোঠায়

রাজ্যের ৫০০-এর বেশি প্ৰাথমিক স্কুলে ছাত্ৰ সংখ্যা শূন্যের কোঠায়

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  30 Aug 2018 11:06 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যে অসমিয়া মাধ্যমের বিদ্যালয়গুলিতে ছাত্ৰ ভর্তির সংখ্যা ক্ৰমেই হ্ৰাস পাচ্ছে। অথচ ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে ছাত্ৰ সংখ্যা বাড়ছে দ্ৰুত গতিতে। এবছর মে মাসে অসম সরকার ও কেন্দ্ৰের মধ্যে সমগ্ৰ শিক্ষা অভিযানের(এসএসএ)প্ৰজেক্ট অ্যাপ্ৰোভেল বোর্ড মিটিঙে একথা উল্লেখ করা হয়েছে। এব্যাপারে বিস্তারিত তথ্য প্ৰকাশ্যে আসে গত সপ্তাহে। ওই বৈঠকের তথ্য অনু্যায়ী ২০১৭ সালে অসমের ৪৭৬টি সরকারি নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়ে এবং ৯৫টি উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ে একটিও ছাত্ৰ ভর্তি হয়নি। অসমে সর্বশিক্ষা অভিযানের একজন প্ৰাক্তন কর্মকর্তা সেন্টিনেলকে বলেন,আজকাল অধিকাংশ দম্পতির এক বা দুটো সন্তান। অই তারা তাদের সন্তানকে ভাল স্কুলে ভর্তি করতে চান। অসমিয়া মাধ্যমের স্কুলে ছাত্ৰ সংখ্যা হ্ৰাস পাওয়ার এটা প্ৰধান কারণ।

‘আর্থিক ক্ষেত্ৰে পিছিয়ে থাকা অভিভাকরাও হাজার অসুবিধার মধ্যে নিজেদের ছেলেমেয়েকে ভাল শিক্ষা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। এবং তারাও নিজেদের সন্তানকে ইংরেজি মাধ্যমের স্কুলে পাঠাচ্ছেন’-বলেন কর্মকর্তাটি। ব্যাপক সংখ্যক ভাল ইংরেজি স্কুল গড়ে ওঠায় অভিভাবকরাও সেদিকেই ধাবিত হচ্ছেন।

রাজ্যে ৪৮ হাজার সরকারি নিম্ন ও উচ্চ প্ৰাথমিক বিদ্যালয় রয়েছে। বেসরকারি স্কুল রয়েছে ৫ হাজার। পরিস্থিতি এমন একটা স্তরে পৌঁছেছে যে রাজ্য শিক্ষা বিভাগ এখন একটা স্কুলকে অন্য একটা স্কুলের সঙ্গে শামিল করার মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। ৬ হাজার স্কুলে ১৫টির কম ছাত্ৰ রয়েছে। সেই সব স্কুলকে নিকটবর্তী কোনও স্কুলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। শিক্ষকদেরও শামিল করা হচ্ছে ওই সব স্কুলে নয়তো বদলি করা হচ্ছে অন্য স্কুলে। ছাত্ৰদের আকর্ষিত করতে শিক্ষা বিভাগ ১৪টি মডেল ইংরেজি মাধ্যমের স্কুল খুলেছে। এই সব স্কুলের প্ৰত্যেকটিতে ৬০০-র বেশি ছাত্ৰ রয়েছে-উল্লেখ করেন কর্মকর্তাটি।

Next Story