Begin typing your search above and press return to search.

রাজ্যে তৃতীয় দফা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি ইসিআই-র

রাজ্যে তৃতীয় দফা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি ইসিআই-র

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 March 2019 9:54 AM GMT

গুয়াহাটিঃ ভারতের নির্বাচন কমিশন(ইসিআই)অসমে তৃতীয় দফার লোকসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যে মনোনয়নপত্ৰ দাখিলের প্ৰক্ৰিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তৃতীয় দফায় ভোট হচ্ছে চারটি কেন্দ্ৰে। এই চারটি লোকসভা কেন্দ্ৰ হচ্ছে গুয়াহাটি,বরপেটা,ধুবড়ি ও কোকরাঝাড়।

ইসিআই-এর বিজ্ঞপ্তি অনু্যায়ী,তৃতীয় দফা ভোটের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের শেষদিন ৪ এপ্ৰিল। ৫ এপ্ৰিল মনোনয়নপত্ৰগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্ৰ প্ৰত্যাহারের অন্তিম তারিখ ৮ এপ্ৰিল। এই চারটি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে আগামি ২৩ এপ্ৰিল। ২৩ মে সারা দেশের সঙ্গে হবে ভোট গণনা।

বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰণ্টের(এআইইউডিএফ)সুপ্ৰিমো এবং বর্তমান সাংসদ বদরুদ্দিন আজমল ধুবড়ি লোকসভা আসনের জন্য তাঁর মনোনয়নপত্ৰ জমা দিয়েছেন। ওদিকে বিজেপি গুয়াহাটি পুর নিগমের প্ৰাক্তন মেয়র কুইন ওজাকে মর্যাদাসম্পন্ন গুয়াহাটি কেন্দ্ৰে দলীয় প্ৰার্থী ঘোষণা করেছে। বিজেপির শরিক দল বোড়োল্যান্ড পিপলস ফ্ৰণ্ট(বিপিএফ)কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰে রাজ্যের বর্তমান মন্ত্ৰী প্ৰমীলা রানি ব্ৰহ্মকে লড়ার টিকিট দিয়েছে। বিজেপি-অন্য শরিক অসম গণ পরিষদ(অগপ)বরপেটা ও ধুবড়ি কেন্দ্ৰে এখনও তাদের প্ৰার্থীর নাম ঘোষণা করেনি। অন্যদিকে তৃতীয় দফা নির্বাচনের জন্য কংগ্ৰেস এখনও তাদের প্ৰার্থী তালিকা প্ৰকাশ করা বাকি আছে।

Next Story
সংবাদ শিরোনাম