গুয়াহাটিঃ রাজ্যে প্ৰথম দফার পঞ্চায়েত নির্বাচনের জন্য ৪৪,৭৩১টি মনোনয়নপত্ৰ জমা পড়েছে। প্ৰথম দফার পঞ্চায়েত ভোট হছে আগামি ৫ ডিসেম্বর। সোমবারই প্ৰথম দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ প্ৰত্যাহারের শেষ দিন ছিল। তাই কতজন প্ৰার্থী প্ৰথম পর্যায়ের পঞ্চায়েত ভোটের ময়দানে টিকে রইলেন তা আজ অথবা আগামিকাল জানা যাবে।
রাজ্য নির্বাচন কমিশনার এইচ.এন বরা এব্যাপারে দ্য সেন্টিনেলকে বলেন,২৫১টি জেলা পরিষদ কেন্দ্ৰে(জেডপিসি-এস)৮৮১টি মনোনয়ন জমা পড়েছে। ৩,৯৩৫টি মনোনয়ন জমা পড়েছে ১,৩০৪টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের বিপরীতে, ১,৩০৪টি জেলা পরিষদ সভাপতি পদের বিপরীতে জমা পড়েছে ৪,৪৯২টি মনোনয়নপত্ৰ। প্ৰথম দফার নির্বাচনে ১৩,০৪০ জেলা পরিষদ সদস্যের বিপরীতে ৩৫,৪৩২টি মনোনয়ন জমা পড়েছে।
প্ৰথম দফার ভোটের জন্য যে পরিমাণ মনোনয়নপত্ৰ জমা পড়েছে তা গত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় অনেকটা কম। রাজ্যে দ্বিতীয় দফায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে আগামি ৯ ডিসেম্বর। দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন পত্ৰ পরীক্ষা করা হবে মঙ্গলবার।