রাজ্যে বিকেল ৫টা পর্যন্ত চার লোকসভা কেন্দ্ৰে ভোটের হার ৭১.৪৭ শতাংশ

রাজ্যে বিকেল ৫টা পর্যন্ত চার লোকসভা কেন্দ্ৰে ভোটের হার ৭১.৪৭ শতাংশ

গুয়াহাটিঃ রাজ্যের চারটি লোকসভা কেন্দ্ৰ গুয়াহাটি,বরপেটা,কোকরাঝাড়(সংরক্ষিত)ও ধুবড়িতে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৭১.৪৭ শতাংশ। ৯,৫৭৭টি ভোট কেন্দ্ৰে ভোট গ্ৰহণ করা হয় এদিন। বিকেল ৫টা পর্যন্ত গুয়াহাটিতে ভোটের হার ৬৫.২৮,বরপেটায় ৭২.৪৭,কোকরাঝাড়ে ৭০.৩১ এবং ধুবড়িতে ৭৮.৯৪ শতাংশ ভোট পড়ে।

রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্ৰে ইভিএম-এর অসঙ্গতির মধ্যেই সম্পন্ন হয় তৃতীয় দফার ভোটগ্ৰহণ পর্ব।

গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰের লাচিতনগর কালীমন্দির ভোট কেন্দ্ৰে প্ৰাক্তন পুলিশ প্ৰধান হরেকৃষ্ণ ডেকা ইভিএম-এ অসঙ্গতির অভিযোগ করেছেন। পছন্দের প্ৰার্থীকে ভোট দিলেও ইভিএম-এর বোতামে চাপ দেওয়ার পর ভোট গিয়ে অন্য প্ৰার্থীর পক্ষে পড়ে,যা ভিভিপিএটিতে স্পষ্ট দেখা গেছে বলে তিনি অভিযোগ করেছেন। এই নিয়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ড.মনমোহন সিং ও তাঁর পত্নী গুরুচরণ কৌর দিশপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বুথে নিজেদের ভোটাধিকার প্ৰয়োগ করেন। আজ মোট ৫৪ জন প্ৰার্থীর ভাগ্য ইভিএমে বন্দি হয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com