Begin typing your search above and press return to search.

রাজ্যে মাধ্যমিকে প্ৰথম রক্তিম ভুঁইয়া,পাশের হার ৫৪.৪৫ শতাংশ

রাজ্যে মাধ্যমিকে প্ৰথম রক্তিম ভুঁইয়া,পাশের হার ৫৪.৪৫ শতাংশ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 May 2018 7:02 PM GMT

সেবা মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেছে শুক্ৰবার। ৩,৩৭,৫৭০ জন পরীক্ষায় বসেছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,৮৯,১৯১ জন। প্ৰথম শ্ৰেণিতে উত্তীর্ণ হয়েছে ৬০,৯৮৭ জন,৮১,৮৫৩ জন দ্বিতীয় ও ৪৬,৩৫১ জন তৃতীয় শ্ৰেণিতে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৪.৪৫ শতাংশ। শোণিতপুরের মুনলিট হাইস্কুলের ছাত্ৰ রক্তিম ভুঁইয়া ৫৯৩ মার্ক পেয়ে রাজ্যে শীর্ষ স্থান পেয়েছে। ৯৮.৮৩ শতাংশ নম্বর পেয়েছে রক্তিম। অবিনাশ কলিতা ও প্ৰীতপল বেজবরুয়া দ্বিতীয় স্থান দখল করেছে ৫৯২ নম্বর পেয়ে। ৫৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থান পেয়েছে সুলতানা আয়েশা সিদ্দিক,জিন্টি দেবী এবং আরবি চলিহা।

Next Story
সংবাদ শিরোনাম