সেবা মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেছে শুক্ৰবার। ৩,৩৭,৫৭০ জন পরীক্ষায় বসেছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,৮৯,১৯১ জন। প্ৰথম শ্ৰেণিতে উত্তীর্ণ হয়েছে ৬০,৯৮৭ জন,৮১,৮৫৩ জন দ্বিতীয় ও ৪৬,৩৫১ জন তৃতীয় শ্ৰেণিতে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৪.৪৫ শতাংশ। শোণিতপুরের মুনলিট হাইস্কুলের ছাত্ৰ রক্তিম ভুঁইয়া ৫৯৩ মার্ক পেয়ে রাজ্যে শীর্ষ স্থান পেয়েছে। ৯৮.৮৩ শতাংশ নম্বর পেয়েছে রক্তিম। অবিনাশ কলিতা ও প্ৰীতপল বেজবরুয়া দ্বিতীয় স্থান দখল করেছে ৫৯২ নম্বর পেয়ে। ৫৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থান পেয়েছে সুলতানা আয়েশা সিদ্দিক,জিন্টি দেবী এবং আরবি চলিহা।
Begin typing your search above and press return to search.