Begin typing your search above and press return to search.

রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য ১১৮ কোটি টাকার বাজেট ধার্য

রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য ১১৮ কোটি টাকার বাজেট ধার্য

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Feb 2019 8:18 AM GMT

গুয়াহাটিঃ অসমে সংসদীয় নির্বাচন পরিচালনার জন্য রাজ্য নির্বাচন বিভাগ ১১৮ কোটি টাকা বাজেট নির্ধারণ করেছে। এই অর্থের মধ্যে ১০৬ কোটি টাকা লক্ষ্যমাত্ৰা ধার্য করা হয়েছে জেলাগুলির জন্য। বাকি ১২ কোটি টাকা নির্বাচন সংক্ৰান্ত বিভাগীয় খাতে খরচ করা হবে।

অসম সরকার আনুমানিক বরাদ্দের অর্থ রিলিজ করার পর নির্বাচন বিভাগ ধার্য অর্থ সংশ্লিষ্ট জেলাশাসকদের উদ্দেশে রিলিজ করবে। নিয়ম অনু্যায়ী কেন্দ্ৰীয় সরকার পরবর্তী পর্যায়ে এই পুরো অর্থ রাজ্য সরকারকে ফিরিয়ে দেবে। তবে বিধানসভা নির্বাচনের সময় অর্থ বরাদ্দের ক্ষেত্ৰে কেন্দ্ৰ ও রাজ্যের শেয়ারের আনুপাতিক হার হচ্ছে ৫০:৫০।

রাজ্যের উপমুখ্য নির্বাচনী আধিকারিক এমএল সুরেখা দ্য সেন্টিনেলকে বলেন,রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন পরিচালনার জন্য যাবতীয় প্ৰস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে চলছে। এই উদ্দেশ্যে কোন খাতে কতটা অর্থ ব্যয় করা হবে তার জন্য বাজেট প্ৰস্তুত করা হচ্ছে।

এদিকে সূত্ৰটি আরও জানিয়েছে,অসমে লোকসভার নির্বাচন দুই অথবা তিন স্তরে হতে পারে। যদি দুই পর্যায়ে হয় তাহলে নির্বাচনী প্ৰক্ৰিয়া এপ্ৰিলে অনুষ্ঠেয় রঙালি বিহুর আগেই সম্পন্ন হয়ে যাবে। তবে যদি নির্বাচন ত্ৰিস্তরে হয় তাহলে তৃতীয় দফার ভোট হবে বিহুর পরে। রাজ্য নির্বাচন বিভাগ এবিষয়ে ভারতের নির্বাচন কমিশনের(ইসিআই)সঙ্গে শলা পরামর্শ করছে। তাছাড়া নির্বাচনের সময় রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসম পুলিশের সঙ্গেও আলোচনা করা হচ্ছে।

আরও জানা গিয়েছে,লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার জন্য নির্বাচন কমিশনার রাজ্য সফরে আসতে পারেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচন ত্ৰিস্তরে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ৭ এপ্ৰিল প্ৰথম দফার সংসদীয় নির্বাচন হয়েছিল তেজপুর,কলিয়াবর,যোরহাট,ডিব্ৰুগড় ও লখিমপুর এই পাঁচটি রাজনৈতিক ক্ষেত্ৰে। ১২ এপ্ৰিল দ্বিতীয় দফার নির্বাচন হয়েছিল করিমগঞ্জ,শিলচর ও ডিফুতে। ২০১৪ সালের ২৪ এপ্ৰিল রাজ্যে তৃতীয় দফায় লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ধুড়ি,কোকরাঝাড়,বরপেটা,গুয়াহাটি,মঙ্গলদৈ ও নগাঁও এই ছটি রাজনৈতিক সেগমেন্টে।

Next Story
সংবাদ শিরোনাম