গুয়াহাটিঃ রাজ্যে একশো বছর অথবা শতবর্ষ উত্তীর্ণ যে সব ভোটার রয়েছেন,আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরাও নিজের পছন্দের প্ৰার্থীকে ভোট দেওয়ার সু্যোগ পাবেন। আগামি ১১,১৮ ও ২৩ এপ্ৰিল তিন দফায় অনুষ্ঠেয় সংসদীয় নির্বাচনে শতবর্ষীয় বা তারও বেশি বয়স্ক ভোটারদের ভোটদানের পূর্ণ অধিকার থাকছে। ইতিমধ্যে প্ৰকাশিত ২০১৯ সালের সংশোধিত সচিত্ৰ ভোটার তালিকা মতে,সারা রাজ্যে শতবর্ষীয় বা তারও ঊর্ধ্বের ভোটার রয়েছেন ২,৭৪৪ জন।
রাজ্যে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২,১৭,৬০,৬০৪ জন। রাজ্য নির্বাচন বিভাগের একটি সূত্ৰের মতে,সচিত্ৰ ভোটার তালিকায় ৮০ বছর বয়সী ভোটার রয়েছেন ২,৬০,৮৪৯ জন। ৭০-৭৯ বছর বয়সী ভোটারের সংখ্যা হলো ৬,৮২,৩৩২ জন। ৬০-৬৯ বয়স গ্ৰুপের ভোটার আছেন ১৫,৩৪,৯৩৪ জন। ৫০-৫৯ বয়স গ্ৰুপের ভোটার আছেন ২৮,৯৩,৩০২ জন। ৪০-৪৯ বয়সী ভোটার সংখ্যা ৪৩,০৪,৪৮৫ জন। ৩০-৩৯ বয়স গ্ৰুপের ভোটার ৫৬,৬৯,৫২৫। ২০-২৯ বছর বয়সী ভোটার রয়েছেন ৫৭,০৮,৬৮৮ এবং ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার সংখ্যা হলো ৭,০৬,৪৮৯ জন।