রাজ্যে সীমিত সংখ্যক কর্মী দিয়ে চলছে অগ্নি নির্বাপনের কাজ

গুয়াহাটিঃ রাজ্যে অগ্নিনির্বাপক বাহিনীকে সীমিত সংখ্যক কর্মী দিয়েই আগুনের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে। অপর্যাপ্ত কর্মী দিয়েই আগুন এবং জরুরিকালীন সেবার কাজে চলছে রাজ্যে। তাছাড়া অসমে এই বিভাগে প্ৰায় ৫০০টি-র মতো পদ খালি পড়ে আছে। বাস্তব পরিস্থিতিটা হচ্ছে,রাজ্যের ৩৩ জেলায় মোট ফায়ার স্টেশন(অগ্নিনির্বাপক কেন্দ্ৰ)রয়েছে সাকুল্যে ১৩৭টি। বিভাগটির পক্ষ থেকে আরও ৪২টি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানানো হয়েছিল। দিশপুর চলতি বছরের ফেব্ৰুয়ারিতে মাত্ৰ ১৩টি ফায়ার স্টেশন স্থাপনের অনুমোদন দিয়েছে।
নিয়ম অনু্যায়ী,শহরাঞ্চলে প্ৰতি ১০ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে একটি করে এবং গ্ৰামাঞ্চলে ৫০ বর্গ কিলোমিটারের মধ্যে ফায়ার স্টেশন থাকা উচিত। কিন্তু রাজ্য এই নিয়মের ধারে কাছেও পৌঁছয়নি।
বিভাগের জনৈক বরিষ্ঠ কর্মকর্তার মতে,অগ্নি নির্বাপন সেবায় স্টেশন অফিসার সাব-অফিসার,লিডিং ফায়ারম্যান,ফায়ারম্যান,চালক ও রাঁধুনি সহ ৫০০টির মতো পদ ফাঁকা পড়ে আছে। ‘২০১৯-এর ৩১ মার্চ অবধি আমাদের কর্মী সংখ্যা হচ্ছে ২৬৬৯ জন। এরমধ্যে ১৫৬ জন আবার স্টেট ডিজেস্টার রেসপন্স ফোর্সের(এসডিআরআই)কর্মী’-বলেন ওই আধিকারিক। ‘তবে৫০০ পদে সরাসরি কর্মী নিয়োগে-পদক্ষেপ নিচ্ছে বিভাগটি’।
পরিকাঠামোগত ক্ষেত্ৰের কথা উল্লেখ করে আধিকারিকটি বলেন,২০১৮-১৯ সালে পরিকাঠামো নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে। স্থায়ী আউটস্টেশন বিল্ডিং নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে এবং অন্যান্য আরও ২৩টি ফায়ার স্টেশন বিল্ডিং প্ৰোজেক্টের কাজ চলছে পূর্ণোদ্যমে। হামরেন মাইবাং,কালাইন এবং মানকাচরে আরও চারটি এজাতীয় বিল্ডিং নির্মাণের প্ৰতি অনুমোদন জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।